হিতোপদেশ 9:5-11 SBCL

5 “এস, আমার খাবার খাও,আমার মশলা মেশানো আংগুর-রস খাও;

6 তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও,তাতে তুমি বাঁচবে;তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।”

7 ঠাট্টা-বিদ্রূপ কারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়;দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয়তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।

8 ঠাট্টা-বিদ্রূপ কারীর দোষ দেখিয়ে দিয়ো না,দিলে সে তোমাকে ঘৃণা করবে;বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও,সে তোমাকে ভালবাসবে।

9 জ্ঞানী লোককে উপদেশ দাও, তাতে সে আরও জ্ঞানী হবে;ঈশ্বরভক্ত লোককে শিক্ষা দাও, সে আরও শিক্ষা লাভ করবে।

10 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল সুবুদ্ধির ভিত্তি;সেই পবিত্রজনকে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।

11 সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে,তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।