14 মানুষ মরে কি আবার জীবিত হবে?যদি হয়, তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতেআমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব।
15 তখন তুমি ডাকবে আর আমি সাড়া দেব;তোমার হাতে গড়া প্রাণীর জন্য তোমার প্রাণ কাঁদবে।
16 তখন তুমি আমার পায়ের ধাপ গুণবেকিন্তু আমার পাপের দিকে লক্ষ্য রাখবে না।
17 তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবেআর আমার পাপ সব ঢেকে দেবে।
18 “কিন্তু পাহাড় যেমন আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে ভেংগে পড়ে,পাথর যেমন তার নিজের জায়গা থেকে সরে যায়,
19 জল যেমন পাথরকে ক্ষয় করেআর জলের স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়,তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর।
20 তুমি চিরকালের জন্য তাকে দমন কর, আর সে চলে যায়;তার চেহারা বদলে দিয়ে তুমি তাকে দূর করে দাও।