ইয়োব 42 SBCL

1 ইয়োব তখন উত্তরে সদাপ্রভুকে বললেন,

2 “আমি জানি তুমি সব কিছুই করতে পার;তোমার কোন পরিকল্পনাই নিষ্ফল হয় না।

3 তুমি জিজ্ঞাসা করেছিলে, ‘এ কে,যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে?’এই কথা ঠিক যে, আমি যা বুঝি নিসেই বিষয় নিয়ে কথা বলেছিলাম;তা এত আশ্চর্য যে, আমার বুঝবার নাগালের বাইরে।

4 তুমি বলেছ, ‘এখন শোন, আমি কথা বলি;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।’

5 আগে আমার কান তোমার বিষয় শুনেছে,কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখল।

6 কাজেই আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি,আর ধুলা ও ছাইয়ের মধ্যে বসে অনুতাপ করছি।”

শেষ কথা

7 ইয়োবকে এই সব কথা বলবার পরে সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “আমার দাস ইয়োব যেমন বলেছে তুমি ও তোমার বন্ধুরা সেইভাবে আমার বিষয় ঠিক কথা বল নি; সেইজন্য তোমাদের উপর আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে।

8 কাজেই এখন সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান কর। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করবে আর আমি তা গ্রহণ করব, তোমাদের বোকামি অনুসারে ফল দেব না। আমার দাস ইয়োব যেমন আমার বিষয়ে ঠিক কথা বলেছে তোমরা তেমন বল নি।”

9 তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর সদাপ্রভুর কথামতই কাজ করলেন, আর সদাপ্রভু ইয়োবের প্রার্থনা গ্রহণ করলেন।

10 ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করবার পর সদাপ্রভু আবার তাঁর অবস্থা ফিরালেন এবং তাঁকে সব কিছু আগের চেয়ে দুই গুণ দিলেন।

11 তাঁর ভাই ও বোনেরা এবং যারা তাঁকে আগে চিনত তারা সকলে এসে তাঁর বাড়ীতে তাঁর সংগে খাওয়া-দাওয়া করল। সদাপ্রভু তাঁর উপর যে সব কষ্ট এনেছিলেন তার জন্য তারা তাঁকে সান্ত্বনা দিল। তারা প্রত্যেকে তাঁকে এক টুকরা রূপা ও সোনার একটা কানের গহনা দিল।

12 সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থা থেকে পরের অবস্থা আরও আশীর্বাদযুক্ত করলেন। তাঁর চৌদ্দ হাজার ভেড়া, ছয় হাজার উট, এক হাজার জোড়া ষাঁড় ও এক হাজার গাধা হল।

13 তাঁর ঘরে সাত ছেলেও তিন মেয়ের জন্ম হল।

14 তাঁর বড় মেয়ের নাম ছিল যিমীমা, মেজ মেয়ের নাম কৎসীয়া ও ছোট মেয়ের নাম কেরণ-হপ্পুক।

15 ইয়োবের মেয়েদের মত সুন্দরী দেশের মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। তাদের বাবা তাদের ভাইদের সংগে তাদেরও সম্পত্তির ভাগ দিলেন।

16 এর পর ইয়োব আরও একশো চল্লিশ বছর বেঁচে ছিলেন। তিনি তাঁর ছেলেমেয়েদের ও তাদের ছেলেমেয়েদের চার পুরুষ পর্যন্ত দেখেছিলেন।

17 এইভাবে ইয়োব বুড়ো হয়ে এবং পূর্ণ আয়ু পাবার পরে মারা গেলেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42