1 ধন্য সেই লোক,যে দুষ্টদের পরামর্শমত চলে না,পাপীদের পথে থাকে না,ঠাট্টা-বিদ্রূপ কারীদের আড্ডায় বসে না;
2 বরং সদাপ্রভুর আইন-কানুনেই তার আনন্দ,আর সেটিই তার দিনরাতের ধ্যান।
3 সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ,যা সময়মত ফল দেয়,আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না;সে সব কাজেই সফলতা লাভ করে।
4 কিন্তু দুষ্টেরা সেরকম নয়;তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।
5 এইজন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না,পাপীরা ঈশ্বরভক্তদের দলে টিকে থাকতে পারবে না;