গীতসংহিতা 95 SBCL

1 এস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দের গান গাই;আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।

2 চল, আমরা ধন্যবাদ দিতে দিতে তাঁর সামনে যাই,গানের মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।

3 সদাপ্রভুই মহান ঈশ্বর;সমস্ত দেব-দেবতার উপরে তিনিই মহান রাজা।

4 পৃথিবীর সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে;পাহাড়ের চূড়াগুলোও তাঁর।

5 সমুদ্র তাঁর, কারণ তিনিই তা তৈরী করেছেন;ভূমিও তাঁর হাতে গড়া।

6 এস, আমরা মাথা নীচু করে তাঁকে শ্রদ্ধা জানাই;আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি।

7 তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁরই লোক;তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন।আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!

8-9 তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মততোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না;তারা মরু-এলাকার মধ্যে মরীবায় ও মঃসায়আমার পরীক্ষা করেছিল।যদিও তোমাদের পূর্বপুরুষেরা আমার কাজ দেখেছিল,তবুও তারা সেখানে আমাকে যাচাই করেছিল।

10 চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপরআমি বিরক্ত ছিলাম;আমি বলেছিলাম, ‘এই লোকদের অন্তর বিপথে ঘুরে বেড়াচ্ছে;তারা আমার পথ জানল না।’