গীতসংহিতা 98 SBCL

একটা গান।

1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন;তাঁর শক্তি, হ্যাঁ, তাঁর পবিত্র মহাশক্তি দিয়েতিনি উদ্ধার করেছেন।

2 সদাপ্রভু তাঁর উদ্ধারের কাজ দেখিয়ে দিয়েছেন;সমস্ত জাতির সামনে তাঁর ন্যায়ের কাজ প্রকাশ করেছেন।

3 ইস্রায়েল জাতির জন্য তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততার কথাতিনি মনে রেখেছেন;আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ সমস্ত পৃথিবীর লোকেরা দেখেছে।

4 পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দধ্বনি কর;আনন্দ-গানে ফেটে পড় ও প্রশংসার গান কর।

5 বীণা বাজিয়ে আর সুন্দর সুরেসদাপ্রভুর উদ্দেশে প্রশংসার গান কর।

6 তূরী বাজিয়ে আর শিংগার আওয়াজেরাজা সদাপ্রভুর সামনে আনন্দধ্বনি কর।

7 সাগর ও তার মধ্যেকার সব কিছু আনন্দে চিৎকার করুক;পৃথিবী ও পৃথিবীতে বাসকারীরা আনন্দে চিৎকার করুক।

8 সমস্ত নদী হাততালি দিয়ে আনন্দ করুক;পাহাড়-পর্বত একসংগে মিলে আনন্দে গান করুক।