গীতসংহিতা 30 SBCL

গৃহ-উৎসর্গের একটা গান। দায়ূদের গীত।

1 হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব,কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ;আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।

2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,সাহায্যের জন্য আমি তোমাকে ডেকেছিলামআর তুমি আমাকে সুস্থ করে তুলেছ।

3 হে সদাপ্রভু, তুমি আমাকে মৃতস্থান থেকে তুলে এনেছ;তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছযেন সেই গর্তে আমাকে নেমে যেতে না হয়।

4 হে সদাপ্রভুর ভক্তেরা, তোমরা তাঁর উদ্দেশে গান গাও,তাঁর পবিত্রতার গৌরব কর;

5 কারণ তাঁর ক্রোধ বেশীক্ষণ থাকে না;তাঁর দয়ায় জীবন পাওয়া যায়।কেবল রাতটুকু কাটে কান্নায়,কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।

6 সুখের দিনে আমি বলেছিলাম,কেউ আমাকে নাড়াতে পারবে না।

7 হে সদাপ্রভু, তুমি দয়া দিয়ে আমার রাজ্য অটল রেখেছ,কিন্তু যখন তুমি মুখ ফিরালেতখন আমি ভীষণ ভয় পেলাম।

8 হে সদাপ্রভু, তোমাকেই আমি ডেকেছিলাম;আমার প্রভুর কাছে আমি মিনতি করে বলেছিলাম,

9 “আমার মরণে কিম্বা মৃতস্থানে যাওয়াতে কি লাভ?ধুলা কি তোমার গৌরব করবেকিম্বা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?

10 হে সদাপ্রভু, শোন, আমার প্রতি দয়া কর;হে সদাপ্রভু, তুমি আমাকে সাহায্য কর।”

11 শোক প্রকাশের অনুষ্ঠান থেকেতুমি আমাকে নাচের উৎসবে এনেছ;শোকের চট খুলে নিয়ে তুমি আমাকে আনন্দের সাজ পরিয়েছ,