গীতসংহিতা 2 SBCL

1 কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক?কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?

2 সদাপ্রভু ও তাঁর মশীহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসংগে দাঁড়াচ্ছেআর শাসনকর্তারা করছে গোপন বৈঠক।

3 তারা বলছে, “এস, আমরা ভেংগে ফেলি ওদের শিকল,ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে।”

4 সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে হাসছেন;তিনি তাদের বিদ্রূপ করছেন।

5 তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন,তাঁর ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে।

6 সদাপ্রভু বলবেন, “আমি যাঁকে রাজা করেছিতাঁকে আমার পবিত্র সিয়োন পাহাড়ে বসিয়েছি।”

7 রাজা বলবেন, “সদাপ্রভু যা স্থির করেছেনআমি তা ঘোষণা করব;তিনি আমাকে বলেছেন, ‘তুমি আমার পুত্র,আজই আমি তোমার পিতা হলাম।

8 তুমি আমার কাছে চাও,তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতেঅযিহূদী জাতিদের দেব;গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে।

9 লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেংগে ফেলবে,চুরমার করে ফেলবে মাটির পাত্রের মত।’ ”

10 তাই হে রাজারা, তোমরা এখন বুঝে-শুনে চল;পৃথিবীর শাসনকর্তারা, সাবধান হও।

11 ভক্তির সংগে তোমরা সদাপ্রভুর সেবা কর,ভয়-ভরা অন্তরে আনন্দ কর।