1 হে ঈশ্বর, বিচার করার যে অধিকার তোমার আছেতা তুমি এই রাজাকে দান কর;এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;
2 যাতে তিনি ন্যায়ভাবে তোমার লোকদের বিচার করতে পারেনআর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।
3 তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্যপাহাড়-পর্বতে ভরা দেশটা মংগলে ভরে উঠুক।
4 তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপরতিনি ন্যায়বিচার করুন;তাঁর গরীবদের বাঁচান আর অত্যাচারীদের চুরমার করুন।
5 যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরেলোকে তাঁকে ভক্তিপূর্ণ ভয় করুক।
6 ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয়তিনি যেন তেমনি হন;তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন।
7 তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়;যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবনমংগলে মংগলে ভরে উঠুক।
8 তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,ইউফ্রেটিস্ নদী থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হোক।
9 মরু-এলাকার লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে প্রণাম করুক।
10 তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক;শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
11 সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
12 যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরাসাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।
13 অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেনআর অভাবীদের বাঁচাবেন।
14 অত্যাচার ও আক্রমণের হাত থেকেতিনি তাদের প্রাণ রক্ষা করবেন;তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।
15 তিনি অনেক দিন বেঁচে থাকুন;শিবা দেশের সোনা তাঁর কাছে আসুক।সব সময় তাঁর জন্য প্রার্থনা হতে থাকুক;সারা দিন ধরে তাঁর উপর আশীর্বাদ ঝরে পড়ুক।
16 দেশে প্রচুর শস্যের ফলন হোক,তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্ শব্দ উঠুক;শহর থেকে বেরিয়ে আসা লোকেরাযেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
17 তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক;সূর্য যতদিন আলো দেবেততদিন তাঁর সুনাম বহাল থাকুক।তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায়;তারা তাঁকে ধন্য বলুক।
18 সদাপ্রভু ঈশ্বর, যিনি ইস্রায়েলের ঈশ্বর, তাঁর গৌরব হোক;কেবল তিনিই আশ্চর্য আশ্চর্য কাজ করেন।
19 চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক;সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক।আমেন, আমেন।