গীতসংহিতা 101 SBCL

দায়ূদের গান।

1 আমি তোমার অটল ভালবাসা ও ন্যায়বিচারের গান গাইব;হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব।

2 নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব;কবে তুমি আমার কাছে আসবে?আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব।

3 আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না।বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি;সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না।

4 আমার অন্তরে আমি কুটিলতাকে স্থান দেব না;মন্দতার সংগে আমার কোন যোগ থাকবে না।

5 যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব;যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছেতাদের আমি সহ্য করব না।

6 দেশের বিশ্বস্ত লোকদের দিকে আমার নজর থাকবেযাতে তারা আমার সংগে বাস করতে পারে;যাদের জীবন নিখুঁত তারাই আমার কাজ করবে।

7 ছলনাকারীরা আমার বাড়ীতে বাস করতে পারবে না;মিথ্যাবাদীরা আমার কাজে বহাল থাকতে পারবে না।