1 সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
2 সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে?তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?
3 ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখেআর সব সময় ন্যায় কাজ করে।
4 হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময়আমাকে ভুলে যেয়ো না;তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।
5 এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই,তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,আর যারা তোমার সম্পত্তিতার অংশ হিসাবে গর্ব করতে পারি।
6 আমাদের পূর্বপুরুষদের মত আমরাও পাপ করেছি;আমরা অন্যায় করেছি, মন্দভাবে চলেছি।
7 মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরাতোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি;তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি;তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
8 তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।
9 তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল;তিনি মরু-এলাকার মধ্য দিয়ে যাওয়ার মত করেগভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
10 তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন;শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।
11 তাদের শত্রুরা জলে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না।
12 তখন সদাপ্রভুর কথায় তারা বিশ্বাস করলআর তাঁর প্রশংসা-গান গাইল।
13 কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14 মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15 তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
16 তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে,আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখেতাদের হিংসা হল।
17 পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।
18 তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
19 হোরেব পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করলআর ছাঁচে ঢালা মূর্তির উপাসনা করল।
20 তাদের গৌরবময় ঈশ্বরকে ফেলেতারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।
21 তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেলযিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
22 হাম-বংশীয়দের দেশে করা আশ্চর্য আশ্চর্য কাজের বিষয়তারা ভুলে গেল,লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।
23 তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশিতাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
24 পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
25 তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;সদাপ্রভুর কথায় তারা কান দিল না।
26 তাই তিনি তাদের সম্বন্ধে এই শপথ করলেন-তিনি মরু-এলাকাতেই তাদের শেষ করে দেবেন,
27 তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।
28 তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিলআর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
29 এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল,তাই তাদের মধ্যে মড়ক লাগল।
30 তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মড়ক থেমে গেল।
31 পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যনির্দোষ বলে ধরা হল।
32 মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
33 তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।
34 ঈশ্বরের আদেশের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
35 বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।
36 তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।
37 এমন কি, মন্দ আত্মাদের উদ্দেশেতাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।
38 তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল।তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল,তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।
39 এ সব করে তারা নিজেদের অশুচি করল;তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল।
40 সেজন্যই সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের উপর জ্বলে উঠল;যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।
41 তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন;তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।
42 তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার চালাল;তারা তাদের অধীনে রইল।
43 অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন,কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল;পাপের দরুন তাদের পতন হল।
44 তবুও তিনি তাদের কান্না শুনে তাদের কষ্টের দিকে তাকালেন।
45 তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন;তাঁর অসীম, অটল ভালবাসা অনুসারেতাদের প্রতি মমতা করলেন।
46 যারা তাদের বন্দী করেছিল তাদের কাছেতিনি তাদের দয়ার পাত্র করে তুললেন।
47 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এস,যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারিআর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।