গীতসংহিতা 85 SBCL

গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের গান।

1 হে সদাপ্রভু, তোমার দেশের প্রতি তুমি দয়া দেখিয়েছ;তুমি যাকোবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।

2 তোমার লোকদের অন্যায় তুমি ক্ষমা করেছ;তুমি তাদের সব পাপ ঢেকে দিয়েছ। [সেলা]

3 তোমার সমস্ত উপ্‌চে পড়া ক্রোধতুমি দূর করে দিয়েছআর তোমার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরেছ।

4 হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন;আমাদের প্রতি তোমার অসন্তোষ তুমি থামাও।

5 চিরকাল কি তুমি আমাদের উপরতোমার ক্রোধ বজায় রাখবে?বংশের পর বংশ ধরে কি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েই থাকবে?

6 তোমার লোকেরা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারেসেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না?

7 হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা তুমি আমাদের দেখাওআর আমাদের উদ্ধার কর।

8 সদাপ্রভু ঈশ্বর যা বলবেন আমি তা শুনব;তাঁর লোকদের কাছে, তাঁর ভক্তদের কাছেতিনি শান্তির কথা বলবেন;কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে।

9 যারা তাঁকে ভক্তি করে সত্যিই তাঁর উদ্ধার করার সময়তাদের কাছে এসে গেছে;এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।

10 অটল ভালবাসা ও বিশ্বস্ততার মিলন ঘটবে;ন্যায় এবং মংগল একে অন্যকে চুম্বন করবে।

11 দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে;স্বর্গ থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে।

12 যা ভাল সদাপ্রভু সত্যিই তা দেবেন,আর আমাদের দেশ ফসল দান করবে।