ইয়োব 26 SBCL

ইয়োবের উত্তর

1 তখন উত্তরে ইয়োব বললেন,

2 “তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলেআর দুর্বলকে এ কেমন রক্ষা করলে?

3 জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলেআর মহাজ্ঞান প্রকাশ করলে?

4 তুমি কার সাহায্যে এই সব কথা বলছ?কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে?

5 “মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে;তারা কাঁপছে জলের নীচে আর জলে বাসকারীদের নীচে।

6 ঈশ্বরের সামনে মৃতস্থান ঢাকা নেই;ধ্বংসের স্থান খোলাই রয়েছে।

7 তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন;শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

8 তাঁর মেঘের মধ্যে তিনি জল আট্‌কে রাখেন,কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।

9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন,তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন।

10 আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয়সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।

11 আকাশের থামগুলো কেঁপে ওঠে,তাঁর বকুনিতে সেগুলো চম্‌কে ওঠে।

12 তিনি নিজের শক্তিতে সমুদ্রকে তোলপাড় করেন;তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন।

13 তাঁর নিঃশ্বাসে আকাশ পরিষ্কার হয়;তাঁর হাত পালিয়ে যাওয়া সাপকে বিদ্ধ করে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42