ইয়োব 20 SBCL

সোফরের দ্বিতীয় কথা

1 তখন নামাথীয় সোফর উত্তরে বললেন,

2 “আমার চিন্তা আমাকে উত্তর দিতে বাধ্য করছে,কারণ আমি খুবই উত্তেজিত হয়েছি।

3 আমি এমন বকুনি শুনলাম যা আমাকে অসম্মানিত করছে;আমার বুদ্ধি উত্তর দিতে আমাকে জোর করছে।

4 তুমি নিশ্চয়ই জান সেই পুরানো দিন থেকে,পৃথিবীর উপরে মানুষকে স্থাপন করার পর থেকে,

5 দুষ্টদের আমোদ-প্রমোদ অল্পক্ষণ স্থায়ী।ঈশ্বরের প্রতি ভক্তিহীনের আনন্দ কেবল এক মুহূর্তের জন্য থাকে;

6 তার সম্মান যদিও আকাশ পর্যন্ত পৌঁছায়আর মাথা আকাশ ছোঁয়,

7 তবুও সে নিজের পায়খানার মত চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় গেল সে?’

8 স্বপ্নের মত সে মিলিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না;রাতের দর্শনের মত সে অদৃশ্য হয়ে যাবে।

9 যারা তাকে দেখত তারা আর তাকে দেখবে না;তার বাসস্থানও আর তাকে দেখবে না।

10 গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে;তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে।

11 যৌবনের শক্তিতে পরিপূর্ণ তার হাড়গুলোতার সংগে ধুলায় শুয়ে থাকবে।

12 “মন্দ যদিও তার মুখে মিষ্টি লাগেআর সে জিভের নীচে তা লুকিয়ে রাখে,

13 যদিও সে তা ত্যাগ করতে না চেয়েমুখের মধ্যে রেখে দেয়,

14 তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে;তার মধ্যে তা সাপের বিষের মত হবে।

15 যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;ঈশ্বর তার পেট থেকে তা বের করে ফেলবেন।

16 সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

17 দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।

18 যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেইফিরিয়ে দিতে হবে;ব্যবসার লাভও সে আর ভোগ করবে না;

19 কারণ সে গরীবদের অত্যাচার ও অবহেলা করেছে,আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।

20 “সে সব সময় লোভ করে,সেইজন্য সে কিছুই রক্ষা করতে পারবে না।

21 গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না;তার সৌভাগ্য স্থায়ী হবে না।

22 তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে;দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে।

23 তার পেট ভরবার সময়েঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপরে ঢেলে দেবেন,তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।

24 যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়,তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে।

25 সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে,সে তার দেহ থেকে তা টেনে বের করবে।নানা রকম ভয় তার উপর আসবে।

26 তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে।যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবেআর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।

27 আকাশ তার অন্যায় প্রকাশ করে দেবে;পৃথিবী তার বিরুদ্ধে উঠবে।

28 বন্যায় তার ঘরের সব কিছু নিয়ে যাবে,ঈশ্বরের ক্রোধের দিনে তা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে যাবে।

29 ঈশ্বর দুষ্টদের জন্য ঐ রকম অবস্থাই ঠিক করে রাখেন;ওটাই হল তাদের জন্য ঈশ্বরের দেওয়া অধিকার।”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42