25 সেই চক্চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে,সে তার দেহ থেকে তা টেনে বের করবে।নানা রকম ভয় তার উপর আসবে।
26 তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে।যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবেআর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।
27 আকাশ তার অন্যায় প্রকাশ করে দেবে;পৃথিবী তার বিরুদ্ধে উঠবে।
28 বন্যায় তার ঘরের সব কিছু নিয়ে যাবে,ঈশ্বরের ক্রোধের দিনে তা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে যাবে।
29 ঈশ্বর দুষ্টদের জন্য ঐ রকম অবস্থাই ঠিক করে রাখেন;ওটাই হল তাদের জন্য ঈশ্বরের দেওয়া অধিকার।”