25 আমার নিজ হাত দিয়ে যে সম্পদ আমি লাভ করেছিসেই মহাধন নিয়ে যদি আমি আনন্দ করে থাকি,
26 যদি উজ্জ্বল সূর্যের এবং জ্যোৎস্না-ভরা চাঁদের দিকে তাকিয়ে থাকি,
27 আর তাতে যদি আমার অন্তর গোপনে তাদের দিকে গিয়ে থাকে,তাদের চুম্বন করবার উদ্দেশ্যে যদি আমার হাতে চুম্বন করে থাকি,
28 তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত পাপ,কারণ তাতে আমি স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করেছি।
29 “আমার শত্র€র দুর্ভাগ্যে আমি আনন্দ করি নিকিম্বা তার কষ্টের সময়ে খুশী হই নি।
30 তার প্রাণের বিরুদ্ধে অভিশাপের কথা বলেআমার মুখকে আমি পাপ করতে দিই নি।
31 আমার ঘরের লোকেরা তো এই কথাই বলত,‘ইয়োবের দেওয়া মাংসে কে না পেট ভরেছে?’