4 তিনি কি আমার চলাফেরা দেখেন না?আমার প্রতিটি ধাপ কি তিনি গোণেন না?
5 “আমি সত্যিই বলছি যে, আমি মিথ্যার মধ্যে চলাফেরা করি নি,আমার পা ছলনার পিছনে দৌড়ায় নি।
6 সঠিক দাঁড়িপাল্লায় ঈশ্বর যেন আমাকে ওজন করেন,তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।
7 যদি আমি বিপথে পা দিয়ে থাকি,আমার চোখ যদি আমার অন্তরকে পাপ করিয়ে থাকে,কিম্বা আমার হাতে যদি কোন পাপের দাগ লেগে থাকে,
8 তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,আমার শস্য যেন উপ্ড়ে ফেলা হয়।
9 “আমার অন্তর যদি কোন স্ত্রীলোকের দিকে গিয়ে থাকে,কিম্বা যদি প্রতিবেশীর দরজার কাছে আমি ওৎ পেতে থাকি,
10 তবে আমার স্ত্রী যেন অন্য লোকের যাঁতা ঘুরায়,আর অন্য লোক যেন তার সংগে শোয়।