17 যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরেআর অহংকার থেকে দূরে থাকে।
18 তিনি এইভাবে ধ্বংসস্থান থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।
19 মানুষ রোগের দরুন যনণা পেয়ে শাসি পায়;তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়।
20 এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে,সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে।
21 তার দেহের মাংস একেবারে ক্ষয় হয়ে যায়;তখন মাংসে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।
22 তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়,তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়।
23 “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন,হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেনযিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক,