16 “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছকিম্বা সাগরের তলায় হেঁটেছ?
17 মৃতস্থানের ফটক কি তোমাকে দেখানো হয়েছে?সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ?
18 পৃথিবীটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ?যদি তুমি এই সব জান তবে বল।
19 “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোথায়?আর অন্ধকারই বা কোথায় বাস করে?
20 তুমি কি তাদের বাসস্থানে তাদের নিয়ে যেতে পার?তাদের বাড়ী যাবার পথ কি তুমি জান?
21 নিশ্চয়ই জান, তখন তো তোমার জন্ম হয়েছিল।তোমার তো অনেক, অনেক বয়স হয়েছে।
22 “তুমি কি তুষারের ভাণ্ডারে ঢুকেছকিম্বা শিলার ভাণ্ডার দেখেছ?