20 তুমি কি তাদের বাসস্থানে তাদের নিয়ে যেতে পার?তাদের বাড়ী যাবার পথ কি তুমি জান?
21 নিশ্চয়ই জান, তখন তো তোমার জন্ম হয়েছিল।তোমার তো অনেক, অনেক বয়স হয়েছে।
22 “তুমি কি তুষারের ভাণ্ডারে ঢুকেছকিম্বা শিলার ভাণ্ডার দেখেছ?
23 সেগুলো আমি কষ্টের দিনের জন্য জমা করে রেখেছি,জমা করে রেখেছি যুদ্ধ আর লড়াইয়ের দিনের জন্য।
24 যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়,কিম্বা যেখান থেকে পৃথিবীতে পূবের বাতাস ছড়িয়ে পড়েসেই জায়গা কোথায়?
25 ভারী বৃষ্টি আসবার জন্য এবং বাজ পড়া ও ঝড়-বৃষ্টির জন্যকে পথ করেছে,
26 যাতে জনশূন্য জায়গা জল পায়,জল পায় মরু-এলাকা যেখানে কেউ বাস করে না;