1 “এই পৃথিবীতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়,সে মজুরের মত দিন কাটায়।
2 দাস যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে,মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে,
3 তেমনি করেই মাসের পর মাস নিষ্ফলতা আমার ভাগে পড়েছে;আমি রাতের পর রাত কেবল দুঃখ পেয়েছি।
4 শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব?কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি।