ইয়ারমিয়া 1 BACIB

ইয়ারমিয়ার নবী-পদে নিয়োগ

1 ইয়ারমিয়ার কালাম; তিনি হিল্কিয়ের পুত্র, বিন্‌ইয়ামীন প্রদেশীয় অনাথোৎ-নিবাসী ইমামদের এক জন।

2 আমোনের পুত্র এহুদার বাদশাহ্‌ ইউসিয়ার সময়ে, তাঁর রাজত্বের ত্রয়োদশ বছরে, মাবুদের কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল।

3 আর ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়া-কীমের সময়ে, ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের একাদশ বছরের শেষ পর্যন্ত, পঞ্চম মাসে জেরুশালেম-নিবাসীদেরকে বন্দী করে নিয়ে যাওয়া পর্যন্ত কালাম নাজেল হল।

4 মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

5 উদরের মধ্যে তোমাকে গঠন করার আগে আমি তোমাকে জানতাম, তুমি গর্ভ থেকে বের হয়ে আসার আগে তোমাকে পবিত্র করেছিলাম; আমি তোমাকে জাতিদের কাছে নবী হিসেবে নিযুক্ত করেছি।

6 তখন আমি বললাম, হায় হায়, হে সার্বভৌম মাবুদ, দেখ, আমি কথা বলতে জানি না, কেননা আমি বালক।

7 কিন্তু মাবুদ আমাকে বললেন, ‘আমি বালক,’ এমন কথা বলো না; কিন্তু আমি তোমাকে যার কাছে পাঠাব, তারই কাছে তুমি যাবে এবং তোমাকে যা হুকুম করবো, তা-ই বলবে।

8 ওদের সম্মুখে ভয় পেয়ো না, কেননা তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, মাবুদ এই কথা বলেন।

9 পরে মাবুদ তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং মাবুদ আমাকে বললেন, দেখ, আমি আমার কালাম তোমার মুখে দিলাম;

10 দেখ, উৎপাটন করবার, ভেঙ্গে ফেলবার, বিনাশ ও নিপাত করার জন্য, পত্তন ও রোপণ করার জন্য, আমি জাতিদের উপরে ও রাজ্যগুলোর উপরে আজ তোমাকে নিযুক্ত করলাম।

11 আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, ইয়ারমিয়া, তুমি কি দেখছ? আমি বললাম, আমি বাদাম গাছের একটি ডাল দেখছি।

12 তখন মাবুদ আমাকে বললেন, ভাল দেখেছ, কেননা আমি আমার কালাম সফল করতে জাগ্রত আছি।

13 পরে দ্বিতীয়বার মাবুদের কালাম আমার কাছে নাজেল হল, তিনি বললেন, তুমি কি দেখছ? আমি বললাম, ধোঁয়াযুক্ত একটি হাঁড়ি দেখছি; তার মুখ উত্তর দিক থেকে হেলে আছে।

14 তখন মাবুদ আমাকে বললেন, উত্তর দিক থেকে এই দেশ-নিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হবে।

15 কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকব, মাবুদ এই কথা বলেন; তারা এসে জেরুশালেমের পুরদ্বারের প্রবেশ-স্থানে, তার চারদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে এবং এহুদার সমস্ত নগরের সম্মুখে, নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।

16 আর আমি এদের সমস্ত দুষ্কর্মের জন্য এদের বিরুদ্ধে আমার বিচারের রায় ঘোষণা করবো; কেননা এরা আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের কাছে ধূপ জ্বালিয়েছে ও নিজ নিজ হস্তকৃত বস্তুর কাছে ভূমিতে সেজদা করেছে।

17 অতএব তুমি কোমরবন্ধনী পর, উঠ; আমি তোমাকে যা যা হুকুম করি, সেসব তাদেরকে বল; তাদের সম্মুখে তুমি ভেঙ্গে পড়ো না, পাছে আমি তাদের সাক্ষাতে তোমাকে ভেঙ্গে ফেলি।

18 আর দেখ, আমি আজ সারা দেশের বিরুদ্ধে, এহুদার বাদশাহ্‌দের, তার নেতৃ-বর্গের, তার ইমামদের ও দেশের লোক-সাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লোহার স্তম্ভ ও ব্রোঞ্জের প্রাচীরস্বরূপ করলাম।

19 তারা তোমার সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সঙ্গে আছি, মাবুদ এই কথা বলেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52