ইয়ারমিয়া 41 BACIB

গদলিয়ের হত্যা ও ইহুদীদের মিসরে পালিয়ে যাওয়া

1 ইরিশামার পৌত্র নথনিয়ের পুত্র ইসমাইল বাদশাহ্‌র প্রধান কর্মচারীদের মধ্যে গণনা-করা রাজ-বংশীয় ছিল; সপ্তম মাসে সে দশ জন পুরুষকে সঙ্গে নিয়ে মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল; আর তারা মিস্পাতে একত্রে ভোজন করলো।

2 পরে নথনিয়ের পুত্র ইসমাইল ও তার ঐ দশ জন সঙ্গী উঠে ব্যাবিলনের বাদশাহ্‌র নিযুক্ত শাসনকর্তা, শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে, তলোয়ারের আঘাতে হত্যা করলো।

3 আর মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সমস্ত ইহুদী ছিল এবং যে কল্‌দীয় সৈন্য সেখানে পাওয়া গেল ইসমাইল তাদের সকলকে হত্যা করলো।

4 গদলিয়কে হত্যা করার পরের দিন কেউই সেই বিষয়টি না জানবার আগেই,

5 শিখিম, শীলো ও সামেরিয়া থেকে আশি জন পুরুষ আসছিল; তারা দাড়ি কেটে, ছেঁড়া কাপড় পরে ও নিজ নিজ অঙ্গ কাটাকুটি করে মাবুদের বায়তুল-মোকাদ্দসে কোরবানী করার জন্য নৈবেদ্য ও ধূপ নিয়ে আসছিল।

6 আর নথনিয়ের পুত্র ইসমাইল তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিস্পা থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাইরে গেল এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হলে তাদেরকে বললো, অহীকামের পুত্র গদলিয়ের কাছে চল।

7 পরে তারা নগরের মধ্যস্থানে আসলে নথনিয়ের পুত্র ইসমাইল ও তার সঙ্গী পুরুষেরা তাদেরকে হত্যা করে সেখানকার কুয়ার মধ্যে নিক্ষেপ করলো।

8 কিন্তু তাদের মধ্যে দশ জনকে পাওয়া গেল, যারা ইসমাইলকে বললো, আমাদেরকে হত্যা করবেন না, কেননা ক্ষেতে আমাদের গম, যব, তেল ও মধুর গুপ্ত ভাণ্ডার আছে। তাতে সে ক্ষান্ত হল, তাদের ভাইদের সঙ্গে তাদেরকে হত্যা করলো না।

9 ঐ লোকদের হত্যা করার পর ইসমাইল যে কুয়ায় তাদের লাশ গদলিয়ের পাশে ফেলে দিয়েছিল, তা বাদশাহ্‌ আসা ইসরাইলের বাদশাহ্‌ বাশার ভয়ে প্রস্তুত করেছিলেন; নথনিয়ের পুত্র ইসমাইল সেটা নিহতদের লাশে পরিপূর্ণ করলো।

10 পরে ইসমাইল মিস্পাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দী করে নিয়ে গেল, রাজকুমারীরা ও যে সমস্ত লোক মিস্পাতে অবশিষ্ট ছিল, যাদেরকে নবূষরদন রক্ষক-সেনাপতি অহীকামের পুত্র গদলিয়ের হাতে দিয়েছিলেন, তাদেরকে নথনিয়ের পুত্র ইসমাইল বন্দী করে অম্মোনীয়দের কাছে যাবার জন্য প্রস্থান করলো।

11 কিন্তু কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা সকলে যখন শুনতে পেল যে, নথনিয়ের পুত্র ইসমাইল এসব দুষ্কর্ম করেছে,

12 তখন তারা সমস্ত লোককে নিয়ে নথনিয়ের পুত্র ইসমাইলের সঙ্গে যুদ্ধ করতে গেল এবং গিবিয়োনে অবস্থিত বড় জলাশয়ের কাছে তার দেখা পেল।

13 তখন ইসমাইলের সঙ্গে যেসব লোক ছিল, তারা কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিদেরকে দেখে আনন্দিত হল।

14 আর ইসমাইল যেসব লোককে বন্দী করে মিস্পা থেকে নিয়ে যাচ্ছিল, তারা ঘুরে কারেহের পুত্র যোহাননের কাছে ফিরে এল।

15 কিন্তু নথনিয়ের পুত্র ইসমাইল আট জন লোক নিয়ে যোহাননের সম্মুখ থেকে পালিয়ে গিয়ে অম্মোনীয়দের কাছে গেল।

16 নথনিয়ের পুত্র যে ইসমাইল অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, তার কাছ থেকে কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা যেসব অবশিষ্ট লোককে মিস্পা থেকে ফিরিয়ে এনেছিল, তাদেরকে সঙ্গে নিল, অর্থাৎ যুদ্ধ পারদর্শী পুরুষদের এবং গিবিয়োন থেকে আনা স্ত্রীলোক, বালক-বালিকা ও নপূংসকদেরকে সঙ্গে নিল;

17 আর তারা কল্‌দীয়দের ভয়ে মিসরে যাবার জন্য বেথেলহেমের পাশে কিমহমের যে সরাইখানা আছে, সেখানে প্রবাস করলো।

18 কেননা নথনিয়ের পুত্র ইসমাইল ব্যাবিলনের বাদশাহ্‌র নিযুক্ত শাসনকর্তা অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, সেজন্য্য তারা কল্‌দীয়দের ভয়ে ভীত হয়েছিল।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52