ইয়ারমিয়া 17:2-8 BACIB

2 আর তাদের বালকেরা সবুজ গাছের কাছে উঁচু পাহাড়ের উপরে তাদের কোরবানগাহ্‌ ও আশেরা-মূর্তিগুলো স্মরণ করে।

3 হে দেশের মধ্যেকার আমার পর্বত, আমি তোমার ঐশ্বর্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্যের মত বিতরণ করবো; গুনাহের দরুন তোমার সীমার সর্বত্র তোমার উচ্চস্থলীগুলোও বিতরণ করবো।

4 আমি তোমাকে যে অধিকার দিয়েছিলাম, তুমি নিজেই সেই অধিকার থেকে চ্যুত হবে এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়ে দুশমনদের সেবা করাব; কারণ তোমরা আমার ক্রোধের আগুন জ্বালিয়েছ, তা চিরকাল জ্বলতে থাকবে।

5 মাবুদ এই কথা বলেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে নিজের বাহু জ্ঞান করে ও যার অন্তঃকরণ মাবুদ থেকে সরে যায়, সে বদদোয়াগ্রস্ত।

6 সে মরুভূমিস্থ ঝাউ গাছের মত হবে, মঙ্গল আসলে তার দর্শন পাবে না, কিন্তু মরুভূমির উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করবে।

7 সেই ব্যক্তি দোয়াযুক্ত হোক, যে মাবুদের উপর নির্ভর করে, যার বিশ্বাসভূমি মাবুদ।

8 সে পানির ধারে লাগানো এমন গাছের মত হবে, যা স্রোতের ধারে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না এবং তার পাতা সতেজ থাকবে; অনাবৃষ্টির বছরের সে নিশ্চিন্ত থাকবে, ফলদানেও নিবৃত্ত হবে না।