10 কারণ আমি অনেকের ফিস্ফিসানি শুনছি, চারদিকে ভয় রয়েছে। ‘তোমরা অভিযোগ কর এবং আমরাও ওর নামে অভিযোগ করবো,’ আমার সমস্ত বন্ধু আমার স্খলনের অপেক্ষা করে এই কথা বলে, ‘কি জানি, সে প্ররোচিত হবে, আর আমরা প্রবল হয়ে তাকে পরাজিত করে প্রতিশোধ নেব।’
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 20
প্রেক্ষাপটে ইয়ারমিয়া 20:10 দেখুন