25 এসো, আমরা নিজেদের লজ্জাতে শয়ন করি এবং আমাদের অপমান আমাদেরকে আচ্ছাদন করুক; কারণ আমরা আমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি, আমরা ও আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্ করেছি, বাল্যকাল থেকে আজ পর্যন্ত গুনাহ্ করেছি; আমাদের আল্লাহ্ মাবুদের কথার বাধ্য হই নি।