ইয়ারমিয়া 3:5-11 BACIB

5 তিনি কি চিরকাল ক্রোধ রাখবেন, শেষ পর্যন্ত তা রক্ষা করবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলেছ, মন্দ কাজ করেছ ও তা সিদ্ধ করেছ।

6 ইউসিয়া বাদশাহ্‌র সময়ে মাবুদ আমাকে বললেন, বিপথগামিনী ইসরাইল যা করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেক উঁচু পর্বতের উপরে ও প্রত্যেক সবুজ গাছের তলে গিয়ে সেসব স্থানে জেনা করেছে।

7 সে এসব কাজ করার পর আমি বললাম, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসলো না; এবং তার বেঈমান বোন এহুদা তা দেখল।

8 আর আমি দেখলাম, বিপথগামিনী ইসরাইল জেনা করেছিল, এই কারণে আমি তাকে তালাক-নামা দিয়ে ত্যাগ করেছিলাম, তবুও তার বেঈমান বোন এহুদা ভয় করলো না, কিন্তু নিজেও গিয়ে জেনা করলো।

9 তার জেনার নির্লজ্জতায় দেশ নাপাক হয়েছিল; সে পাথর ও কাঠের সঙ্গে জেনা করতো।

10 এমন হলেও তার বেঈমান বোন এহুদা সমস্ত অন্তঃকরণের সঙ্গে নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরেছে, মাবুদ এই কথা বলেন।

11 আর মাবুদ আমাকে বললেন, বেঈমান এহুদার চেয়ে বিপথগামিনী ইসরাইল নিজেকে ধার্মিক দেখিয়েছে।