1 ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের সময়ে মাবুদের কাছ থেকে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল।
2 তুমি রেখবীয় কুলজাত লোকদের কাছে গিয়ে তাদের সঙ্গে আলাপ কর এবং মাবুদের গৃহের একটি কুঠরীতে এনে তাদেরকে পান করার জন্য আঙ্গুর-রস দাও।
3 তখন আমি হবৎসিনিয়ের পৌত্র ইয়ারমিয়ার পুত্র যাসিনিয়কে, তার ভাইদেরকে ও সকল পুত্র এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে নিলাম;
4 আমি তাদেরকে মাবুদের গৃহে আল্লাহ্র লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে নিয়ে গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে কর্মকর্তাদের যে কুঠরী, উক্ত কুঠরী তার পাশে অবস্থিত।
5 পরে আমি আঙ্গুর-রসে পূর্ণ কতিপয় ভাণ্ড ও কতকগুলো বাটি রেখবীয় কুলজাত লোকদের সম্মুখে রেখে তাদেরকে বললাম, তোমরা আঙ্গুর-রস পান কর।