24 পরে সিদিকিয় ইয়ারমিয়াকে বললেন, এসব কথা কেউ যেন জানতে না পারে, জানলে আপনি মারা পড়বেন।
25 কিন্তু আমি যে আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কর্মকর্তারা যদি তা শুনতে পায় এবং আপনার কাছে এসে বলে, ‘তুমি বাদশাহ্কে কি কি বলেছ তা আমাদের জানাও, আমাদের কাছ থেকে কিছুই গোপন করো না, তাতে আমরা তোমাকে হত্যা করবো না, আর বাদশাহ্ তোমাকে কি কি বলেছেন, জানাও,’
26 তবে আপনি তাদেরকে এই কথা বলবেন, বাদশাহ্ যেন আমাকে যোনাথনের বাড়িতে পুনর্বার প্রেরণ না করেন, সেখানে যেন না মরি, বাদশাহ্র কাছে আমি এই ফরিয়াদ করেছিলাম।
27 পরে কর্মকর্তারা সকলে ইয়ারমিয়ার কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন; তাতে তিনি বাদশাহ্র হুকুম অনুসারে ঐ সমস্ত কথা তাঁদের বললেন। তখন তাঁরা তাঁর সঙ্গে কথা বলতে ক্ষান্ত হলেন; বস্তুত সেসব কথা কেউই জানতে পারল না।
28 আর জেরুশালেমের পরাজয়ের দিন পর্যন্ত ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন।