2 “আজও আমার কান্না তিক্ততায় ভরা;আমি কাতরাচ্ছি, তবুও ঈশ্বরের ভারী হাত আমার উপরে রয়েছে।
3 যদি কেবল জানতাম কোথায় তাঁকে পাওয়া যায়,যদি তাঁর বাসস্থানে আমি যেতে পারতাম,
4 তবে আমি তাঁর কাছে আমার নালিশ জানাতামআর আমার নিজের পক্ষে অনেক কথা বলতাম।
5 তখন তিনি আমাকে কি উত্তর দিতেন তা জানতে পারতাম,আর যা বলতেন তা বুঝতে পারতাম।
6 তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন?না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন।
7 তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত;আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্যআমি উদ্ধার পেতে পারতাম।
8 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই;যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।