18 তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই;পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মল্য বেশী।
19 তার সংগে কূশ দেশের পোখরাজমণিরও তুলনা হয় না;খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না।
20 “তাহলে জ্ঞান কোথা থেকে আসে?আর বুদ্ধিই বা কোথায় থাকে?
21 সমস প্রাণীর চোখের কাছ থেকে তা লুকানো আছে,এমন কি, আকাশের পাখীদের কাছ থেকেও তা গুপ্ত আছে।
22 নরক ও মৃত্যু বলে, ‘তার একটুখানি উড়ো খবরআমাদের কানে এসে পৌঁছেছে।’
23 “ঈশ্বরই তার পথ বুঝতে পারেন;তিনিই কেবল জানেন তা কোথায় থাকে,
24 কারণ তিনি পৃথিবীর শেষ সীমাও দেখেন;আকাশের নীচের সব কিছুই তাঁর চোখে পড়ে।