30 তার প্রাণের বিরুদ্ধে অভিশাপের কথা বলেআমার মুখকে আমি পাপ করতে দিই নি।
31 আমার ঘরের লোকেরা তো এই কথাই বলত,‘ইয়োবের দেওয়া মাংসে কে না পেট ভরেছে?’
32 কোন বিদেশীকে রাস্তায় রাত কাটাতে হয় নি,কারণ যাত্রীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকত।
33 অন্যান্য মানুষের মত আমি পাপ গোপন করে রাখি নিআর আমার অন্তরে দোষ লুকিয়ে রাখি নি;
34 কাজেই আমি লোকদের ভয় করতাম না,আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়েআমি ঘরে চুপ করে বসে থাকতাম না।
35 “হায়, আমার কথা যদি কেউ শুনত!আমি সই দিয়ে সাক্ষ্য দিচ্ছি যে, আমার কথা সত্যি;সর্বশক্তিমান যেন আমাকে উত্তর দেন,আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান।
36 আমি নিশ্চয়ই তা আমার কাঁধে লাগিয়ে রাখবআর মুকুটের মত করে মাথায় পরব।