5 পরে ঐ তিনজন লোকের উত্তর দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন।
6 সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন,“আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন,কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি,ভয় করেছিলাম।
7 আমি ভেবেছিলাম, যাঁদের বয়স বেশী তাঁরাই কথা বলুন,তাঁরাই জ্ঞান শিক্ষা দিন যাঁদের অনেক বছর পার হয়ে গেছে।
8 সত্যিই মানুষের মধ্যে আত্মা আছে,আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়।
9 কেবল বুড়ো লোকেরাই যে জ্ঞানবান তা নয়,যাঁদের বয়স বেশী কেবল তাঁরাই যে সঠিক বিষয় বোঝেন তা নয়।
10 “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন;আমিও আমার মতামত প্রকাশ করব।
11 আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম।যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেনতখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।