ইয়োব 32:6-12 SBCL

6 সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন,“আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন,কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি,ভয় করেছিলাম।

7 আমি ভেবেছিলাম, যাঁদের বয়স বেশী তাঁরাই কথা বলুন,তাঁরাই জ্ঞান শিক্ষা দিন যাঁদের অনেক বছর পার হয়ে গেছে।

8 সত্যিই মানুষের মধ্যে আত্মা আছে,আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়।

9 কেবল বুড়ো লোকেরাই যে জ্ঞানবান তা নয়,যাঁদের বয়স বেশী কেবল তাঁরাই যে সঠিক বিষয় বোঝেন তা নয়।

10 “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন;আমিও আমার মতামত প্রকাশ করব।

11 আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম।যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেনতখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।

12 আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম,কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবের কথার ভুল প্রমাণ করেন নি;তাঁর কথার উত্তরও আপনারা দেন নি।