9 ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে,বাতাস ঠাণ্ডা বয়ে আনে।
10 ঈশ্বরের নিঃশ্বাস থেকে বরফ জন্মায়আর জল জমে যায়।
11 তিনি ঘন মেঘে জল ভরেন;তাঁর বিদ্যুৎকে তিনি মেঘের মধ্য দিয়ে ছড়িয়ে দেন।
12 তাঁর নির্দেশে মেঘগুলো ঘুরে বেড়ায়,তাঁর আদেশ পালনের জন্য তারা গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়।
13 মানুষকে শাস্তি দেবার জন্য,কিম্বা তাঁর পৃথিবীকে জল দেবার জন্য,কিম্বা তাঁর ভালবাসা দেখাবার জন্যতিনি বৃষ্টি আনেন।
14 “ইয়োব, আপনি এই কথা শুনুন;স্থির হয়ে ঈশ্বরের আশ্চর্য কাজের কথা ভাবুন।
15 আপনি কি জানেন কেমন করে ঈশ্বর মেঘকে দমনে রাখেনআর তাঁর বিদ্যুৎকে চম্কাতে দেন?