16 তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে,যেন সেগুলো তার নয়;সে চিন্তাও করে না যে,তার সমস পরিশ্রম বিফল হতে পারে,
17 কারণ ঈশ্বর তাকে জ্ঞান দেন নিকিম্বা বুঝবার শক্তিও দেন নি।
18 তবুও সে যখন পাখা ঝাপ্টায়তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।
19 “ঘোড়াকে কি তুমি শক্তি দিয়েছ?তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?
20 পংগপালের মত করে তুমি কি তাকে লাফ দেওয়াতে পেরেছ?তার নাকের গর্ব-ভরা শব্দ ভীষণ ভয় জাগায়।
21 সে জোরে জোরে পা ঘষে নিজের শক্তিতে আমোদ করেআর যুদ্ধের সময় আক্রমণ করতে যায়।
22 সে ভয়কে দেখে হাসে, কিছুতেই ভয় পায় না;তলোয়ারের সামনে থেকে সে সরে যায় না।