20 পংগপালের মত করে তুমি কি তাকে লাফ দেওয়াতে পেরেছ?তার নাকের গর্ব-ভরা শব্দ ভীষণ ভয় জাগায়।
21 সে জোরে জোরে পা ঘষে নিজের শক্তিতে আমোদ করেআর যুদ্ধের সময় আক্রমণ করতে যায়।
22 সে ভয়কে দেখে হাসে, কিছুতেই ভয় পায় না;তলোয়ারের সামনে থেকে সে সরে যায় না।
23 তার দেহের পাশে তীর রাখবার তূণ শব্দ করে ওঠে,আর ঝক্মক্ করে ওঠে বর্শা ও বল্লম।
24 সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে দৌড়ে যায়;তূরী বাজলে সে আর স্থির থাকতে পারে না।
25 তূরীর আওয়াজের সংগে সংগে সে নাক দিয়ে শব্দ করে;সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায়আর সেনাপতিদের চিৎকার ও যুদ্ধের হাঁক শোনে।
26 “তোমার বুদ্ধিতেই কি বাজপাখী ওড়েআর দক্ষিণ দিকে যাওয়ার জন্য ডানা মেলে দেয়?