13 তার গায়ের চামড়া কে খুলতে পারে?কে তার বর্ম বিঁধতে পারে?
14 তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজাকে খুলতে সাহস করবে?
15 তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত;সেগুলো শক্তভাবে একসংগে আট্কানো
16 আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে,তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না।
17 সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে;সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না।
18 তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার চোখ দু’টা ভোরের চক্চকে আলোর মত।
19 তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে;তা থেকে আগুনের ফুল্কি ছুটে বের হয়।