21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠেআর মুখ থেকে আগুনের শিখা বের হয়।
22 তার ঘাড়ে শক্তি থাকে;ভীষণ ভয় তার আগে আগে চলে।
23 তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত;সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না।
24 তার বুক পাথরের মত শক্ত,তা যাঁতার নীচের অংশের মত শক্ত।
25 সে উঠলে শক্তিশালীরা ভয় পায়;তারা ভয়ে পিছিয়ে যায়।
26 তলোয়ার দিয়ে তাকে আঘাত করলেও তার কিছু হয় না;বর্শা, বল্লম বা ছোট তীর ছুঁড়লেও কিছু হয় না।
27 সে লোহাকে খড় মনে করেআর ব্রোঞ্জকে মনে করে পচা কাঠের মত।