14 “হতাশ লোক যদিও বা সর্বশক্তিমানকে ভক্তি করা ছেড়ে দেয়,তবুও তার বন্ধুদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা।
15 কিন্তু আমার বন্ধুদের উপর তো নির্ভর করা যায় না;তারা এমন স্রোতের মত যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়,আবার মাঝে মাঝে কিনারা ছাপিয়ে ওঠে।
16 বরফ ও তুষার গলে সেই স্রোত ঘোলা হয়ে শক্তিশালী হয়ে ওঠে,
17 আবার গরম কালে সেই স্রোত শুকিয়ে যায়আর তার পথ থেকে অদৃশ্য হয়।
18 সেই পথে চলা মরুযাত্রীর দল জল খুঁজতে খুঁজতে ফিরে যায়,আর তারা মরুভূমিতে শেষ হয়ে যায়।
19 টেমার মরুযাত্রীরা জলের খোঁজ করে,শিবার ব্যবসায়ীরা আশা নিয়ে তাকায়।
20 তারা নিশ্চিত ছিল বলেই কষ্ট পায়;সেখানে এসে তারা নিরাশ হয়।