4 কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,আর পৃথিবীর গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।লাঠির মত করে তিনি মুখের কথায় পৃথিবীকে আঘাত করবেন,আর দুষ্টদের মেরে ফেলবেন তাঁর মুখের শ্বাসে।
5 সততা হবে তাঁর কোমর-বাঁধনিআর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।
6 নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,আর ছোট ছেলে তাদের চরাবে।
7 গরু ও ভাল্লুক একসংগে চরবে,আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;সিংহ গরুর মত খড় খাবে।
8 কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।
9 আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায়কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না,কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকেতেমনি সদাপ্রভুর বিষয়ে জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে।
10 সেই দিন যিশয়ের মূল সব জাতির জন্য পতাকার মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জড়ো হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।