1 আমি যাঁকে ভালবাসি তাঁর উদ্দেশে আমি একটা গান গাইব,গান গাইব তাঁর আংগুর ক্ষেতের বিষয়ে।পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিলআমার প্রিয়ের একটা আংগুর ক্ষেত।
2 তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেনআর তাতে লাগালেন সব চেয়ে ভাল আংগুরের লতা।তার মধ্যে তিনি তৈরী করলেন একটা উঁচু পাহারা-ঘরআর আংগুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন।তারপর তিনি সেখানে ভাল আংগুর ফলের জন্য অপেক্ষা করলেন,কিন্তু তাতে ধরল কেবল বুনো আংগুর।
3 “হে যিরূশালেমের বাসিন্দারা ও যিহূদার লোকেরা,এখন তোমরাই বল, এ কি আমার, না আমারআংগুর ক্ষেতের দোষ?
4 আমার আংগুর ক্ষেতের জন্য আমি যা করেছিতার চেয়ে বেশী আর কি করা যেত?যখন আমি ভাল আংগুরের জন্য অপেক্ষা করলামতখন কেন তাতে ধরল কেবল বুনো আংগুর?
5 আমার আংগুর ক্ষেতের প্রতি যা করবতা এখন আমি তোমাদের বলব:আমি তার বেড়া তুলে ফেলবআর তাতে জমিটা ধ্বংস হয়ে যাবে;আমি তার দেয়াল ভেংগে ফেলবআর তাতে তা পায়ে মাড়ানো হবে।
6 আমি ওটা একটা ধ্বংসস্থান করব;তার লতা ছাঁটাও হবে না এবং তার জমিও চাষ করা হবে না,আর সেখানে জন্মাবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ।আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়।”
7 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আংগুর ক্ষেত হলইস্রায়েল-বংশের লোকেরা;আর যিহূদার লোকেরা হল তাঁর আনন্দের আংগুর-চারা।তিনি ন্যায়বিচারের খোঁজ করলেন কিন্তু দেখলেন রক্তপাত;তিনি সততার খোঁজ করলেন কিন্তু শুনলেন দুঃখের কান্না।
8 ধিক্ তোমাদের, যারা ঘরের সংগে ঘর আর ক্ষেতের সংগে ক্ষেত যোগ করছ; শেষে অন্যদের জন্য কোন জায়গা থাকবে না, আর তোমরা একাই দেশে বাস করবে।
9 আমি নিজের কানে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই কথা শুনেছি, “সত্যিই বড় বড় বাড়ীগুলো ধ্বংস হয়ে যাবে, সুন্দর সুন্দর দালানে কোন বাসিন্দা থাকবে না।
10 ত্রিশ বিঘা আংগুর ক্ষেত থেকে মাত্র বাইশ লিটার আংগুর-রস পাওয়া যাবে, আর একশো আশি কেজি বীজে মাত্র আঠারো কেজি শস্য জন্মাবে।”
11 ধিক্ সেই লোকদের, যারা মদ খাবার জন্য খুব সকালে ওঠে আর অনেক রাত পর্যন্ত বসে আংগুর-রস খেতে থাকে, যতক্ষণ না তাতে তারা গরম হয়ে ওঠে।
12 তাদের ভোজের সময় থাকে সুরবাহার ও বীণা, আর থাকে খঞ্জনি, বাঁশী আর আংগুর-রস; কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোন মনোযোগ নেই, তাঁর হাতের কাজের প্রতি কোন খেয়াল নেই।
13 কাজেই বুদ্ধির অভাবে আমার লোকেরা অন্য দেশে বন্দী হয়ে থাকবে। তাদের গণ্যমান্য লোকেরা খিদেয় মারা পড়বে, আর তাদের অন্যান্য লোকদের বুক পিপাসায় শুকাবে।
14 সেইজন্য মৃতস্থান তার গলার নালী চওড়া করছে, তার মুখ খুব বড় করে হা করছে। সম্মানিত ও সাধারণ লোক, ঝগড়াটে আর হৈ-হুল্লোড়কারীরা সবাই সেখানে নেমে যাবে।
15 উঁচু-নীচু সকলকে নত করা হবে, আর গর্বিতদের চোখ নীচু করা হবে।
16 কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ন্যায়বিচার করে মহান থাকবেন; পবিত্র ঈশ্বর তাঁর সততার জন্য পবিত্র বলে প্রকাশিত হবেন।
17 তখন ভেড়াগুলো নিজেদের ক্ষেতে যেমন চরে তেমনি করেই ধনীদের সব ধ্বংসস্থানগুলোতে চরে বেড়াবে, আর বিদেশীরা সেই সব ধ্বংসস্থানগুলো ভোগ করবে।
18 ধিক্ সেই লোকদের, যারা ছলনার দড়ি দিয়ে অন্যায়কে টেনে আনে, আর পাপকে টেনে আনে যেন গরুর গাড়ির দড়ি দিয়ে।
19 তারা বলে, “ঈশ্বর শীঘ্র করুন; তিনি তাড়াতাড়ি করে তাঁর কাজ করুন যেন আমরা তা দেখতে পাই। ইস্রায়েলের সেই পবিত্রজনের পরিকল্পনা পূর্ণ হোক যেন আমরা তা জানতে পারি।”
20 ধিক্ সেই লোকদের, যারা মন্দকে বলে ভাল আর ভালকে বলে মন্দ, যারা আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো বলে ধরে, যারা মিষ্টিকে তেতো আর তেতোকে মিষ্টি বলে ধরে।
21 ধিক্ সেই লোকদের, যারা নিজেদের চোখে জ্ঞানবান আর নিজেদের বুদ্ধিমান বলে মনে করে।
22 ধিক্ সেই লোকদের, যারা আংগুর-রস খাওয়ার বেলায় ওস্তাদ আর মদ মিশাবার কাজে পাকা,
23 যারা ঘুষ খেয়ে দোষীকে ছেড়ে দেয় আর নির্দোষদের জন্য ন্যায়বিচার করতে অস্বীকার করে।
24 কাজেই আগুনের জিভ্ যেমন খড় পুড়িয়ে ফেলে আর আগুনের শিখার মধ্যে শুকনা ঘাস পুড়ে যায়, তেমনি করেই তাদের গোড়া পচে যাবে আর ধুলার মতই তাদের ফুল উড়ে যাবে; কারণ তারা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর নির্দেশ অগ্রাহ্য করেছে আর ইস্রায়েলের সেই পবিত্রজনের বাক্যকে পায়ে ঠেলেছে।
25 সেইজন্য সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের বিরুদ্ধে জ্বলে উঠেছে; তিনি হাত তুলে তাদের আঘাত করেছেন। পাহাড়-পর্বত কাঁপছে আর মৃতদেহগুলো রাস্তায় ময়লার মত পড়ে আছে। এই সবের পরেও তাঁর ক্রোধ থামে নি, তিনি হাত উঠিয়েই রেখেছেন।
26 তিনি দূরের জাতির জন্য একটা নিশান তুলবেন আর পৃথিবীর শেষ সীমার সেই লোকদের ডাক দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।
27 তারা কেউই ক্লান্ত হবে না, উছোটও খাবে না; কেউই ঝিমাবে না বা ঘুমাবে না; তাদের কোমর-বাঁধনি খুলে যাবে না, জুতার ফিতাও ছিঁড়বে না;
28 তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে চাড়া দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চক্মকি পাথরের মত শক্ত, আর তাদের রথের চাকাগুলো ঘূর্ণিবাতাসের মত।
29 সিংহীর মতই তাদের গর্জন; তারা যুব সিংহের মত গর্জন করবে আর শিকার ধরবার সময় গোঁ গোঁ শব্দ করবে। সেই শিকার তারা বয়ে নিয়ে যাবে; তাদের হাত থেকে কেউ তা রক্ষা করতে পারবে না।
30 সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত করে সদাপ্রভুর লোকদের উপর গর্জন করবে। কেউ যদি তখন দেশের দিকে তাকায় তবে সে দেখতে পাবে অন্ধকার আর কষ্ট; এমন কি, আলোও মেঘে ঢেকে অন্ধকার হয়ে যাবে।