1 ধিক্ যারা সাহায্যের জন্য মিসরে যায়! তারা তো ঘোড়ার উপরে নির্ভর করে আর তাদের অসংখ্য রথের উপর এবং ঘোড়সওয়ারদের মহাশক্তির উপর বিশ্বাস রাখে, কিন্তু তারা ইস্রায়েলের সেই পবিত্রজনের দিকে তাকায় না কিম্বা সদাপ্রভুর কাছ থেকে সাহায্য চায় না।
2 কিন্তু তাঁর কি কোন জ্ঞান নেই? তিনি তো বিপদ ঘটাবেন; তাঁর কথা তিনি ফিরিয়ে নেবেন না। তিনি দুষ্টদের বিরুদ্ধে আর তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে উঠবেন।
3 মিসরীয়েরা তো মানুষ, তারা ঈশ্বর নয়; তাদের ঘোড়াগুলো মাংসের, সেগুলো আত্মা নয়। সদাপ্রভু যখন তাঁর হাত তুলবেন তখন সাহায্যকারীরা উছোট খাবে আর যারা সাহায্য পায় তারা পড়ে যাবে; তারা সবাই একসংগে ধ্বংস হয়ে যাবে।
4 সদাপ্রভু আমাকে এই কথা বলছেন, “সিংহ তার শিকারের পশু নিয়ে গর্জন করবার সময় রাখালদের দল তার বিরুদ্ধে চিৎকার ও গোলমাল করলেও সে ভয় কিম্বা বাধা পায় না। ঠিক তেমনি করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যুদ্ধ করবার জন্য সিয়োন পাহাড় ও তার উঁচু জায়গাগুলোতে নেমে আসবেন।
5 পাখীরা যেমন বাসার উপর উড়তে থাকে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তেমনি করে যিরূশালেমকে ঢেকে রাখবেন। তিনি তাকে ঢেকে রাখবেন ও উদ্ধার করবেন, আর তার উপর দিয়ে গিয়ে তাকে রক্ষা করবেন।”
6 হে ইস্রায়েলীয়েরা, তোমরা যাঁর বিরুদ্ধে এত বিদ্রোহ করেছ তাঁর কাছে ফিরে এস,
7 কারণ সেই দিন তোমরা সবাই যে সব সোনা ও রূপার মূর্তি তৈরী করে পাপ করেছ সেগুলো দূর করে দেবে।
8 সদাপ্রভু বলছেন, “মানুষের নয় এমন একটা তলোয়ারের ঘায়ে আসিরিয়া পড়ে যাবে; সেই তলোয়ার তাকে গ্রাস করবে। তার লোকেরা তলোয়ারের সামনে থেকে পালিয়ে যাবে আর তাদের যুবকদের জোর করে খাটানো হবে।
9 তাদের রাজা ভয়ে পালিয়ে যাবে; তার সেনাপতিরা পতাকা দেখে দারুণ ভয় পাবে।” সিয়োনে যাঁর আগুন আছে, আর যিরূশালেমে আছে চুলা, সেই সদাপ্রভুই এই কথা বলছেন।