যিশাইয় 12 SBCL

প্রশংসা-গান

1 সেই দিন তুমি বলবে,“হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব,কারণ তুমি আমার উপর ত্রেুাধ প্রকাশ করেছিলে;কিন্তু এখন তোমার ক্রোধ থেমে গেছেআর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।

2 সত্যি, ঈশ্বরই আমার উদ্ধারকর্তা;আমি তাঁর উপর নির্ভর করব, ভয় করব না।সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।”

3 এজন্য তোমরা আনন্দের সংগেউদ্ধারের সব ফোয়ারা থেকে জল তুলবে।

4 সেই দিন তোমরা বলবে,“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;তিনি যা করেছেন তা সব জাতিকে জানাওআর ঘোষণা কর যে, তিনি মহান।

5 সদাপ্রভুর উদ্দেশে গান কর,কারণ তিনি গৌরবময় কাজ করেছেন;সারা জগতে যেন এই কথা জানানো হয়।

6 হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার করআর আনন্দে গান গাও,কারণ ইস্রায়েলের সেই পবিত্রজন তোমাদের মধ্যে মহান।”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66