11 তিনি রাখালের মত করে তাঁর ভেড়ার পাল চরাবেন,ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেনআর কোলে করে তাদের বয়ে নিয়ে যাবেন;বাচ্চা আছে এমন ভেড়ীদের তিনিআস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন।
12 কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছেকিম্বা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে?কে পৃথিবীর ধুলা মাপের ঝুড়িতে ভরেছেকিম্বা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?
13 কে সদাপ্রভুর আত্মাকে মাপতে পেরেছেকিম্বা তাঁর পরামর্শদাতা হিসাবে তাঁকে উপদেশ দিয়েছে?
14 বুদ্ধি পাবার জন্য সদাপ্রভু কার পরামর্শ নিয়েছেন,আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে?কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছেকিম্বা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?
15 দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা;দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়।দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।
16 আগুন জ্বালাবার জন্য লেবাননের কাঠআর পোড়ানো-উৎসর্গের জন্য লেবাননের পশু যথেষ্ট নয়।
17 সমস্ত জাতি তাঁর সামনে কিছুই নয়;সেগুলোকে তিনি কিছু বলে মনে করেন না;সেগুলো তাঁর কাছে অসার।