5 যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
6 এই সমস্ত হবে,কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,একটি পুত্র আমাদের দেওয়া হবে।শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ্,চিরস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্।
7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না।তিনি দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন;তিনি সেই সময় থেকে চিরকালের জন্যন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেনও স্থির করবেন।আল্লাহ্ রাব্বুল আলামীনই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।
8 ইয়াকুবের বিরুদ্ধে দীন-দুনিয়ার মালিক একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইসরাইলের উপর ঘটবে।
9 আফরাহীম ও সামেরিয়ার সব বাসিন্দারা তা জানতে পারবে। তারা অহংকার ও দিলের গর্বের সংগে বলে,
10 “ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।”
11 কিন্তু মাবুদ তো রৎসীনের বিরুদ্ধে তার শত্রুদের শক্তিশালী করেছেন আর তার বিরুদ্ধে তাদের উত্তেজিত করেছেন।