1 এহুদা ও জেরুজালেম সম্বন্ধে আমোজের ছেলে ইশাইয়া যা দেখেছিলেন তা এই:
2 কেয়ামতের সময়ে সমস্ত পাহাড়ের মধ্যেসেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবেযেখানে মাবুদের ঘর আছে।ছোট ছোট পাহাড়গুলোর চেয়েতাকে উঁচুতে তোলা হবে,আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
3 অনেক জাতির লোক এসে বলবে,“চল, আমরা মাবুদের পাহাড়ে উঠে যাই,চল, ইয়াকুবের আল্লাহ্র ঘরে যাই।তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেনআর আমরা তাঁর পথে চলব।”তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবেআর জেরুজালেম থেকে বের হবে মাবুদের কালাম।
4 তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন;অনেক দেশের লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বেআর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;তারা আর যুদ্ধ করতে শিখবে না।
5 হে ইয়াকুবের বংশধরেরা, এস;চল, আমরা মাবুদের নূরে চলাফেরা করি।
6 হে আল্লাহ্, তুমি তো তোমার বান্দাদের, অর্থাৎ ইয়াকুবের বংশধরদের ত্যাগ করেছ। তারা পূর্ব দিকের দেশগুলোর কুসংস্কার দিয়ে পূর্ণ হয়েছে; তারা ফিলিস্তিনীদের মত মায়াবিদ্যার অভ্যাস করেছে এবং ভিন্ন জাতিদের সংগে হাতে হাত মিলিয়েছে।
7 তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের শেষ নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথও অসংখ্য।
8 এছাড়া তাদের দেশ প্রতিমায় পূর্ণ হয়েছে। তাদের হাতে তৈরী জিনিসের কাছে তারা সেজদা করে, তারা যা আংগুল দিয়ে তৈরী করেছে তার কাছেই মাথা নোয়ায়।
9 কাজেই লোকদের নত করা হবে এবং তাদের সবাইকে নীচু করা হবে। তাদের তুমি মাফ কোরো না।
10 মাবুদের ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য তোমরা বড় বড় পাথরের ফাঁকে ঢুকে যাও, মাটির মধ্যে লুকাও।
11 গর্বিত লোকের চাহনি নত করা হবে আর লোকদের অহংকার নীচে নামানো হবে। সেই দিন কেবল মাবুদকেই সম্মানিত করা হবে।
12 আল্লাহ্ রাব্বুল আলামীন অহংকারী আর গর্বিত লোকদের এবং যারা উঁচুতে আছে তাদের সকলের জন্য একটা দিন ঠিক করেছেন; সেই দিন তাদের সবাইকে নত করা হবে।
13 লেবাননের সব লম্বা ও উঁচু এরস গাছ আর বাশনের সব এলোন গাছ নীচু করা হবে;
14 এছাড়া সব বড় বড় পাহাড়-পর্বত,
15 প্রত্যেকটা উঁচু পাহারা-ঘর, প্রত্যেকটা শক্ত দেয়াল,
16 সমস্ত তর্শীশ-জাহাজ আর প্রত্যেকটা জাঁকজমকপূর্ণ জাহাজ নীচু করা হবে।
17 মানুষের গর্বকে নীচে নামানো হবে আর লোকের অহংকারকে নীচু করা হবে। সেই দিন কেবল মাবুদকেই সম্মানিত করা হবে,
18 আর প্রতিমাগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে।
19 মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে।
20 সেই দিন লোকে তাদের পূজার জন্য তৈরী সোনা ও রূপার মূর্তিগুলো ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে।
21 মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে বড় বড় পাথরের ফাঁকে ও পাহাড়ের ফাটলে পালিয়ে যাবে।
22 তোমরা মানুষের উপর ভরসা করা ছেড়ে দাও। তার প্রাণ তো তার নাকের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; তার কোনই দাম নেই।