ইশাইয়া 53 MBCL

1 আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে?কার কাছেই বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?

2 তিনি তাঁর সামনে নরম চারার মত,শুকনা মাটিতে লাগানো গাছের মত বড় হলেন।তাঁর এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে,তাঁর দিকে আমরা ফিরে তাকাই;তাঁর চেহারাও এমন নয় যে, আমাদের আকর্ষণ করতে পারে।

3 লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।

4 সত্যি, তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেনআর আমাদের যন্ত্রণা বহন করেছেন;কিন্তু আমরা ভেবেছি আল্লাহ্‌ তাঁকে আঘাত করেছেন,তাঁকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন।

5 আমাদের গুনাহের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে;আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে।যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছেসেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে;তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।

6 আমরা সবাই ভেড়ার মত করে বিপথে গিয়েছি;আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি।মাবুদ আমাদের সকলের অন্যায় তাঁর উপর চাপিয়েছেন।

7 তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন,কিন্তু তবুও তিনি মুখ খুললেন না;জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মত,লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ীর মততিনি মুখ খুললেন না।

8 জুলুম ও অন্যায় বিচার করে তাঁকে হত্যা করা হয়েছিল।সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে,আমার লোকদের গুনাহের জন্য তাঁকে জীবিতদের দেশ থেকেশেষ করে ফেলা হয়েছে?সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল।

9 যদিও তিনি কোন অনিষ্ট করেন নিকিংবা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না,তবুও দুষ্টদের সংগে তাঁকে দাফন করা হয়েছিলআর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।

10 আসলে মাবুদ তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেনআর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন।মাবুদের গোলাম যখন তাঁর প্রাণকে দোষের কোরবানী হিসাবে দেবেনতখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেনআর তাঁর আয়ু বাড়ানো হবে;তাঁর দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে।

11 তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন;মাবুদ বলছেন, আমার ন্যায়বান গোলামকে গভীরভাবে জানবার মধ্য দিয়েঅনেককে ধার্মিক বলে গ্রহণ করা হবে,কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।

12 সেইজন্য মহৎ লোকদের মধ্যে আমি তাঁকে একটা অংশ দেবআর তিনি বলবানদের সংগে বিজয়ের ফল ভাগ করবেন,কারণ তিনি নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছিলেন।তাঁকে গুনাহ্‌গারদের সংগে গোণা হয়েছিল;তিনি অনেকের গুনাহ্‌ বহন করেছিলেনআর গুনাহ্‌গারদের জন্য অনুরোধ করেছিলেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66