ইশাইয়া 53:10 MBCL

10 আসলে মাবুদ তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেনআর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন।মাবুদের গোলাম যখন তাঁর প্রাণকে দোষের কোরবানী হিসাবে দেবেনতখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেনআর তাঁর আয়ু বাড়ানো হবে;তাঁর দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 53

প্রেক্ষাপটে ইশাইয়া 53:10 দেখুন