1 মাবুদ বলছেন, “হে জেরুজালেম,ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে;মাবুদের মহিমা তোমাকে আলো দিচ্ছে।
2 দেখ, দুনিয়া আঁধারে ঢেকে গেছেআর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার,কিন্তু মাবুদ তোমার উপরে আলো দেবেনআর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
3 জাতিরা তোমার আলোর কাছে আসবে;বাদশাহ্রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
4 “তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ,তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার ছেলেরা দূর থেকে আসছেআর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।
5 তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে,মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে;সাগরের ধন তোমার কাছে আনা হবে,জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।
6 মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে,ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে।তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবেআর মাবুদের গৌরব ঘোষণা করবে।
7 কায়দারের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে,নাবায়ুতের ভেড়া তোমার কাজে লাগবে;আমার কোরবানগাহের উপরে কোরবানী হিসাবে আমি সেগুলো গ্রহণ করব,আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।
8 “নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসেতেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?
9 সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে;তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকেবড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে।ইসরাইলের আল্লাহ্ পাকের,তোমার মাবুদ আল্লাহ্র গৌরব করবার জন্যতোমার ছেলেরা আসছে,কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
10 “বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবেআর তাদের বাদশাহ্রা তোমার সেবা করবে।যদিও রাগে আমি তোমাকে আঘাত করেছিতবুও রহমত করে আমি তোমাকে মমতা করব।
11 তোমার দরজাগুলো সব সময় খোলা থাকবে,দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে নাযাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে;তাদের বাদশাহ্দেরও নিয়ে আসা হবে।
12 যে জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তা ধ্বংস হবে,তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
13 “লেবাননের গৌরব তোমার কাছে আসবে;আমার পবিত্র জায়গা সাজাবার জন্যআসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
14 তোমাকে যারা জুলুম করততাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই মাটিতে উবুড় হয়ে তোমাকে সালাম জানাবেআর তোমাকে মাবুদের শহর,ইসরাইলের আল্লাহ্ পাকের সিয়োন বলে ডাকবে।
15 “যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল,কেউ তোমার মধ্য দিয়ে যেত না,তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্রআর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।
16 মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায়তেমনি জাতিরা ও বাদশাহ্রা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে।তখন তুমি জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্।
17 আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনাআর লোহার বদলে রূপা।কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জআর পাথরের বদলে লোহা।আমি উন্নতিকে করব তোমার শাসনকর্তাআর সততাকে করব তোমার নেতা।
18 কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না,তোমার সীমানার মধ্যে শোনা যাবে নাকোন ধ্বংস বা বিনাশের কথা।তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধারআর তোমার দরজাগুলোর নাম হবে প্রশংসা।
19 দিনের বেলায় সূর্যের আলো তোমার আর দরকার হবে না,চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না,কারণ মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো,আর তোমার আল্লাহ্ হবেন তোমার জাঁকজমক।
20 তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না,তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না।মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো;তোমার শোকের দিন শেষ হবে।
21 তখন তোমার সব লোকেরা সৎ হবে;তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে।তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ;তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
22 তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে,আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে।আমি মাবুদ; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”